জাতীয়

শুরু হচ্ছে অভ্যন্তরীণ পাঁচ রুটে বিমান চলাচল

অভ্যন্তরীণ ৫টি রুটে আগামী ৬ এপ্রিল থেকে বিমান চলাচলের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে কানেক্টিং ফ্লাইটের পাশাপাশি কক্সবাজার, যশোর, রাজশাহী, সৈয়দপুর এবং বরিশাল এই ৫টি অভ্যন্তরীন রুটে নিয়মিত ফ্লাইট চলাচল করবে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে এসব ফ্লাইটের টিকেট বিক্রি শুরু হচ্ছে।সপ্তাহে ঢাকা-কক্সবাজার রুটে ৬টি ফ্লাইট, ঢাকা-যশোর রুটে ৫টি, ঢাকা-রাজশাহী রুটে ৩টি, ঢাকা-সৈয়দপুর ও ঢাকা-বরিশাল রুটে ২টি করে ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স। এর বাইরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটে সপ্তাহে ২৫টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনার রয়েছে।আরো জানানো হয়, অভ্যন্তরীণ এসব রুটে ফ্লাইট পরিচালনা করা হবে ৭৪ আসনের ড্যাশ-৮ কিউ-৪০০ উড়োজাহাজ দিয়ে। এজন্য ২টি উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হচ্ছে। এসব অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজের অভাবে প্রায় আড়াই বছর ফ্লাইট চলাচল বন্ধ রাখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।এ প্রসঙ্গে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইল হেউড জানান, অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর ফলে বিদেশ থেকে আসা যাত্রীরা সহজেই দেশের বিভিন্ন রুটের সঙ্গে আকাশ পথেই সংযুক্ত হতে পারবেন। এতে বিমানের ব্যবসার সঙ্গে সঙ্গে পর্যটন প্রবৃদ্ধিও বাড়বে।আরএস

Advertisement