শেরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের চাপাতলী মহল্লাকে মাদকমুক্ত রাখতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভকারীরা পৌর মেয়র, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে।স্মারকলিপি’র সাথে এলাকার চিহ্নিত ১২ জন মাদক ব্যবসায়ীর তালিকাও সংযুক্ত করা হয়। এরা হলো, হবি মিয়া, আরশাদ আলী, মহারোজান বেগম, শরিফুল ইসলাম, আমেনা বেগম, কালুনি বেগম, জায়দা বেগম, রিনা বেগম, আব্দুল মালেক, বীনা বেগম, বারেক মিয়া ও নাছিমা বেগম।বিক্ষোভ মিছিলে নেতৃত্বদানকারী চাপাতলী মহল্লার খোরশেদ আলী, ফোরকান আলী ও হোসনে আরা বেগম ও কাজল মিয়া বলেন, একশ্রেণির চিহ্নিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন থেকে এলাকায় প্রকাশ্যে হেরোইন, গাজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছে। এর ফলে এলাকার উঠতি বয়সের তরুণ ও যুবসমাজ বিপথগামী হচ্ছে। বাড়ছে চুরি। এতে এলাকার পরিবেশ দারুণভাবে নষ্ট হচ্ছে। এলাকাবাসী বেশ কয়েকবার ওইসব মাদক ব্যাবসায়ীদের ধরে পুলিশে দিলেও আইনের ফাঁক গলে তারা আবার বের হয়ে এসে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।এ ব্যাপারে কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি প্রদর্শন করা ছাড়াও মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানী করে আসছে।এমএএস/আরআই
Advertisement