আন্তর্জাতিক

জো বাইডেনের ছবিতে আলোচনা-সমলোচনার ঝড়

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ আলোচনা-সমলোচনার ঝড় তুলেছে। মঙ্গলবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন অ্যাস্টন কার্টার। সেখানে উপস্থিত অ্যাস্টনের স্ত্রী স্টেফেনি কার্টার ও জো বাইডেন। অনুষ্ঠানেই ক্যামেরবন্দি হন স্টেফেনি ও বাইডেন। খবর এনডিটিভি।ছবিতে দেখা গেছে, অ্যাস্টন যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন তার স্ত্রী স্টেফেনির খুব কাছে গিয়ে কথা বলছিলেন ভাইস প্রেসিডেন্ট বাইডেন। স্টেফেনির পিছনে দাঁড়িয়ে তার দুই কাঁধে হাত রেখে কিছুটা কানের কাছে ঝুঁকে কথা বলছিলেন বাইডেন। এই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে এরই মধ্যে নানা আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।টুইটারে অনেকেই বাইডেনের শিষ্টাচারের অভাব নিয়ে কথা বলেছেন। ওয়াশিংটন পোস্ট বলছে, বাইডানের এরকম কাণ্ড ঘটানো নতুন কিছু নয়। এর আগে একজন নারী বাইকারের সাথে একই ভঙ্গিমায় দেখা গেছে তাকে। এবং সম্প্রতি মার্কিন সিনেটর হিসেবে শপথ নেওয়ার সময় ক্রিস কুনের মেয়ে ম্যাগি কুনের কানে কথা বলার সময় ক্যামেরাবন্দি হয়েছিলেন তিনি।এএইচ/আরআই

Advertisement