আন্তর্জাতিক

অবহেলার দায়ে অভিযুক্ত ইংলাক

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে ধানে ভর্তুকি প্রকল্পে অবহেলার অভিযোগে অভিযোগ গঠন করেছেন দেশটির এ্যাটর্নি জেনারেল। এ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে যাবতীয় নথি দেশটির সর্বোচ্চ আদালতের অপরাধ বিভাগে বৃহস্পতিবার উপস্থাপন করা হয়েছে। অভিযোগটি নথিভুক্ত করা হবে কি না এ ব্যাপারে ১৯ মার্চ সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ আদালত। খবর বিবিসির।আদালত অভিযোগ আমলে নিলে এবং এতে ইংলাকের অপরাধ প্রমাণিত হলে তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে দেশটির সাবে এ প্রধানমন্ত্রীরা। এর আগে দেশটিতে ক্ষমতাসীন সামরিক সরকার পার্লামেন্টে ভোটের মাধ্যমে ইংলাককে অভিশংসিত করে। পাশাপাশি রাজনীতিতে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।সর্বশেষ অভিযোগে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী থাকাকালীন ধানে ভর্তুকি প্রকল্পে অবহেলা প্রদর্শন করেন ইংলাক। এর ফলে সরকারি কোষাগারের ১৮৪০ কোটি ইউএস ডলার ক্ষতি হয়। দেশটিতে ২০১১ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ী হয়ে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসেন ইংলাক সিনাওয়াত্রা। ২০১৪ সালে দেশটির সাংবিধানিক আদালত ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে পদত্যাগ করার রায় দেয়। এরপর সেনাবাহিনী তাকে পদচ্যুত করে ক্ষমতা দখল করে। ইংলাকের বড় ভাই থাকসিন সিনাওয়াত্রাকে ২০০৬ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে পদচ্যুত করেছিল সেনাবাহিনী। বর্তমানে তিনি নির্বাসনে রয়েছেন।এএইচ/আরআই

Advertisement