জাতীয়

জাতিসংঘের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ২০ দল

জাতিসংঘসহ সকল পক্ষের অর্থবহ সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ কথা জানিয়েছেন।বিবৃতিতে সালাহ উদ্দিন বলেন, নির্দলীয় সরকার ব্যবস্থায় নির্বাচনের লক্ষ্যে জাতিসংঘসহ সকল পক্ষের অর্থবহ সংলাপের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নামে সম্পূর্ণ অসাংবিধানিক ও অগণতান্ত্রিক কায়দায় প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে আওয়ামী লীগ এখন বাংলাদেশের স্বাধীনভূমি চিরস্থায়ী বন্দোবস্ত নিতে চায়।তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভুক্ত রেখে হত্যার ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিবাদে, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে, মিথ্যা মামলায় আটক ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দ ও সকল রাজবন্দীর মুক্তির দাবিতে জোটের উদ্যোগে চলমান শান্তিপূর্ণ অবরোধকর্মসূচি অব্যাহত থাকবে। সরকার গণদাবি মেনে না নিলে আবারও হরতালসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ২০ দলীয় জোট।এমএম/এএইচ/আরআই

Advertisement