বিনোদন

ডিসেম্বরে ছবি মুক্তির হিড়িক

চলতি বছরের শেষ মাসে অর্থাৎ ডিসেম্বরে ছবি মুক্তির হিড়িক পড়েছে। মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর মধ্যে ‘ধূমকেতু’, ‘এক পৃথিবী প্রেম’, ‘সত্তা’, ‘আমি তোমার হতে চাই’, ‘প্রেমী ও প্রেমী’, ‘অন্তর জ্বালা’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ‘ডিটেকটিভ’ (এনিমেশন) ইত্যাদি। মুক্তির অপেক্ষায় থাকা অধিকাংশ ছবিই নানা কারণে সারা বছরই ছিল আলোচনায়; এখন মুক্তির তারিখ নির্ধারণ হওয়ায় দর্শকরা ছবিগুলো উপভোগের অপেক্ষায় আছেন। আবার অনেক ছবির নির্মাতা বছর শেষে ছবি মুক্তির কথা বললেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে ফেলেছেন। যেমন- আলোচিত ‘রাজনীতি’ ছবি বিজয় দিবসে মুক্তির কথা থাকলেও পরিচালক বুলবুল বিশ্বাস জানান, ‘তিনি জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে মুক্তি দেয়ার নতুন সিদ্ধান্ত নিয়েছেন।’ আগামী ৯ ডিসেম্বর মুক্তি পাবে বছরের আলোচিত ছবি ‘ধূমকেতু’। শফিক হাসান পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান, পরীমনি, তানহা তাসনিয়া প্রমুখ। ত্রিভূজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘ধূমকেতু’ ছবিটি। কয়েক মাস আগে ছবিটির ট্রেলারে শাকিব-পরীর অন্তরঙ্গতা দর্শকদের মাঝে উষ্মতা ছড়ায়। ‘ধূমকেতু’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মুনির রেজা। নির্মাতা শফিক হাসানের মতে, “তিনি ছবিটি লম্বা সময় ধরে যত্ন নিয়ে নির্মাণ করেছেন। ‘ধূমকেতু’ সবার কাছে ভালো লাগবে।”‘কয়েক দফায় মুক্তির তারিখ পিছিয়ে গেলেও এবার আর হেরফের হচ্ছে না। আগামী ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ‘এক পৃথিবী প্রেম’ মুক্তি দেয়া হবে। সেভাবেই প্রচারণা চলছে- বললেন ছবির নির্মাতা এস এ হক অলিক। তিনি বলেন, ‘এর আগে ১২ আগস্ট এবং ২১ অক্টোবর দুটি তারিখে ছবিটি মুক্তির কথা থাকলেও সেসময় দেশের পরিস্থিতি ছবি মুক্তির অনুকূলে ছিল না। তাই সবদিক বিবেচনা করে মুক্তি দেয়া সম্ভব হয়নি। তবে এবার আর মুক্তি কেউ ঠেকাতে পারবে না।’ ‘এক পৃথিবী প্রেম’ ছবিতে প্রধান দুটি চরিত্রে আছেন নতুন জুটি আসিফ-আইরিন। বৃদ্ধাশ্রমে বসবাসকারী প্রবীণদের জীবনযাপন ও তাদের অনুভূতিই এ ছবির গল্পের প্রেক্ষাপট। পাশাপাশি থাকছে নতুন প্রজন্মের প্রেম। ছবিতে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, আফজাল শরিফ প্রমুখ। শাকিব খান-পাওলি দাম অভিনীত আলোচিত ছবি ‘সত্তা’র নির্মাণ কাজ শেষ। আগামী মাসের যেকোনো শুক্রবার ছবিটি মুক্তি পাবে। ‘সত্তা’ পরিচালনা করেছেন হাসিবুর রেজা কল্লোল। নির্মাতা বলেন, ‘অনেক ধকল কাটিয়ে ‘সত্তা’র কাজ শেষ করেছি। এখন ছবিটির ডাবিং চলছে। এরপর সেন্সরে জমা দেব। ছবিটি আগামী ডিসেম্বরে মুক্তির ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’ সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিতব্য ছবিতে অন্যান্যের মধ্যে আরো অভিনয় করছেন শিমুল খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, নাসরিন, রিনা খান, ডন ও কাবিলা। যৌথ প্রযোজনায় নির্মিত ‘প্রেমী ও প্রেমী’ ছবিটিও রয়েছে মুক্তির দৌড়ে। রোমান্টিক ঘরানার এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ এবং নুসরাত ফারিয়া। এটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু। ছবিটির নির্মাণ কাজ শেষ হয়েছে গত সেপ্টেম্বরে। এ ছবি মুক্তির বিষয়ে ‘আমার প্রাণের প্রিয়া’ ছবির এই নির্মাতা বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ‘প্রেমী ও প্রেমী’। তারাই নির্ধারণ করবেন ছবিটি কবে মুক্তি পাবে। তবে আমাকে জানানো হয়েছে জাজের আরেক ছবি ‘মেয়েটি এখন কোথায় যাবে’ অথবা আমার ‘প্রেমী ও প্রেমী’ এই দু’টোর যেকোন একটি ছবি ডিসেম্বরে মুক্তি পাবে। দুটোর মধ্যে ‘প্রেমী ও প্রেমী’ ছবির মুক্তির সম্ভাবনা বেশি।’ অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ ছবিটি মুক্তির তারিখ না চূড়ান্ত হলেও আগামী মাসেই দর্শকদের কাছে পৌঁছবে। এরই মধ্যে ছবিটি ডাবিং এবং সেন্সর কাঠগড়াও অতিক্রম করেছে। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও বাপ্পী চৌধুরী। এটি বাপ্পী-মিম জুটির তৃতীয় ছবি। গুণী নির্মাতা মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ ছবিটিও রয়েছে মুক্তির মিছিলে। ছবিতে অভিনয় করেছেন জায়েদ খান ও পরীমনি। এর আগাগোড়া নির্মাণ কাজ শেষ। তবে ডিসেম্বরেই ছবিটি মুক্তি পাবে কিনা সেটি নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারলেন না মালেক আফসারী। তার ভাষ্য, ‘আমি ছবিটি যত্ন করে বানিয়ে দিয়েছি। এবার মুক্তির বিষয়টি নির্ধারণ করবেন ছবির প্রযোজক। তিনি যখন চাইবেন, তখন মুক্তি দেয়া হবে।’ তবে বছর শেষেই ছবিটি মুক্তির সম্ভাবনা- এমনটা সুর পাওয়া গেল উল্টাপাল্টা ছবির নির্মাতার বক্তব্যে। বিজয় দিবসে মুক্তি দেয়া হবে ‘শেষ চুম্বন; ছবিটি- এমন ঘোষণা ছবির নির্মাতা মুন্তাহিদুল লিটন অনেক আগেই দিয়েছেন। ছবিতে অভিনয় করেছেন ভিট তারকা সানজিদা তন্ময়, সাগর আহমেদ, শিশুশিল্পী সানজিদা রাইসা, শিমুল খান ছাড়াও আরো অনেকে। ‘শেষ চুম্বন’ ছবির ইংরেজি ট্যাগলাইন ‘দ্য লাস্ট কিস’। ছবিটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত শেখ রাসেলকে। লাকী মুভিজের প্রযোজনায় আগামী ১৬ ডিসেম্বর ছবিটি ঢাকাসহ মোট ১৫টি সিনেমা হলে মুক্তি দেওয়া হবে। এছাড়া মুক্তির সম্ভাবনায় রয়েছে নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিটি। বর্তমানে ছবির নির্মাণ কাজ শেষ দিকে। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, জলি, শাহরিয়াজ প্রমুখ। ছবির বেশির ভাগ নির্মাণ হয়েছে দ্বীপ জেলা ভোলায়। আরো মুক্তি পাওয়ার কথা রয়েছে দেশের প্রথম এনিমেশন ছবি ‘ডিটেকটিভ’। তপন আহমেদের পরিচালনায় ছবিটির চিত্রনাট্য লিখেছেন তারেক আনাম খান। সম্পাদনায় তপন আহমেদ ও তৌহিদ হোসেন চৌধুরী। এর সংগীত ও আবহ সংগীত করেছেন ইমন সাহা। সবমিলিয়ে চলচ্চিত্র বোদ্ধা-সমালোচকরা ধরেই নিয়েছেন বছর শেষেই চাঙ্গা হবে বাংলা ছবির বাজার। ভিড়ভাট্টা দেখা যাবে সিনেমা হলে। পরিচালক-প্রযোজকদের মুখে দেখা মিলবে হাসি। তারপর নতুন বছরে নতুন করে আবারো বাংলা চলচ্চিত্রে আশার আলো জ্বলতে শুরু করবে।    এনই/এমএস

Advertisement