আন্তর্জাতিক

সিনেটে ব্যবধান কমিয়েছেন ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ (সিনেট) নির্বাচনেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট শিবিরের মধ্যে। নির্বাচনে কয়েকটি আসন হারিয়েছেন রিপাবলিকানরা।যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (নভেম্বর ০৮) প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি সিনেটের গুরুত্বপূর্ণ ৩৪টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়।মঙ্গলবারের নির্বাচনের আগে সিনেটের মোট ১০০ আসনের মধ্যে ৫৪টি ছিলো রিপাবলিকানদের আর ৪৪টি ছিলো ডেমোক্র্যাটদের দখলে। তবে দুই স্বতন্ত্র সিনেট সদস্যের সমর্থনের কারণে ডেমোক্র্যাটদের পক্ষে ছিলো ৪৬টি ভোট।এদিকে যে ৩৪টি আসনে মঙ্গলবার ভোট হয়েছে, তার মধ্যে ২৪টি আগে থেকেই রিপাবলিকান এবং ১০টি ডেমোক্র্যাটদের দখলে ছিলো।এই ৩৪টি আসনের মধ্যে এরই মধ্যে ২৯টি আসনের ফল ঘোষণা হয়েছে। এর মধ্যে ১৮টি আসনে জয়লাভ করেছেন রিপাবলিকানরা। আর ১১টিতে ডেমোক্র্যাটরা। ফল ঘোষণা বাকি আছে আরও ৫টি আসনের। সিনেটের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন ৫১টি আসন।সর্বশেষ ফল অনুযায়ী ডেমোক্র্যাটদের আসন সংখ্যা ৪৭টি ও রিপাবলিকানদের ৪৮টি। বাকি ৫ আসনের ফলেই নির্ধারণ হবে কে নিয়ন্ত্রণ করবে মর্কিন সিনেট।এমএমজেড/এমএস

Advertisement