গণমাধ্যম

নীতিমালার মাধ্যমে সরকার বাকশালী শাসন করতে চায়

মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন বলেছেন, ‘সরকার তথাকথিত সম্প্রচার নীতিমালার নামে গণমাধ্যমের কন্ঠরোধ করে দেশে আবারো একদলীয় বাকশালী শাসন কায়েমের ষড়যন্ত্র করছে।’বৃহস্পতিবার রাজধানীতে সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে মহানগর জামায়াত আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, ‘তারা জনগণের বাকস্বাধীনতা হরণ করে দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের কবর রচনা করতে চায়। জনগণ সরকারের সে ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হতে দেবে না।’তিনি অবিলম্বে মন্ত্রীসভায় গৃহীত সম্প্রচার নীতিমালা বাতিল করে গণমাধ্যম ও জনগণের বাকস্বাধীনতা অক্ষুন্ন রাখার আহ্বান জানান।মিছিলটি ধানমন্ডি-২৭ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানিক মিয়া এভিনিউ এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Advertisement