খেলাধুলা

হারে শুরু মাশরাফির কুমিল্লার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অথচ চতুর্থ আসরে তাদের শুরুটা সেভাবে হলো না। হার দিয়েই এবারের পথচলা শুরু হলো মাশরাফি বিন মর্তুজার দলের। উদ্বোধনী ম্যাচে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসের কাছে ২৯ রানে হেরে গেছে কুমিল্লা।আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৬১ রান করে চিটাগাং। জবাবে ৮ উইকেট খুইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংস থামে ১৩২ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে সূচনাটাও চ্যাম্পিয়নদের মতো হয়নি! দলীয় ৯ রানের মাথায় ইমরুল কায়েসকে হারায় তারা। বাংলাদেশ জাতীয় দলের তারকা এই ওপেনার করতে পেরেছেন মোটে ৬ রান। তিনি শিকার ওয়েস্ট ইন্ডিজের বোলার ডোয়াইন স্মিথের। লিটন দাসও নামের প্রতি সুবিচার করতে পারেননি। আফগান স্পিনার মোহাম্মদ নবীর বলে এনামুল হকের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ১৮ বলে দুটি চারের মারে করেছেন ১৩ রান। এরপর ক্যারিবিয় ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস ঝড় তোলার আভাস দিয়েছিলেন। কিন্তু ক্যারিবিয় ঝড় থেমে যায় বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে। ২৩ রান করে সাজঘরে ফিরেছেন স্যামুয়েলস। চারে নেমে শেষ পর্যন্ত লড়ে গেছেন নাজমুল হাসান শান্ত। ৪৪ বলে ৬টি চারে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেছেন ১৮ বছর বয়সী এই ক্রিকেটার। তার লড়াকু এই ইনিংসটি অবশ্য ভেস্তে গেছে। কারণ শেষ দিকে যোগ্য সঙ্গী পাননি তিনি। ১৪ রান করেছিলেন আল-আমিন। বাকিরা ছুঁতে পারেননি দুই অঙ্ক। ছয়ে ব্যাট করতে নেমে মাশরাফি করেছেন মাত্র ১ রান।৪ ওভারে ২৪ রান খরচায় ৪ উইকেট নিয়ে চিটাগাংয়ের সেরা বোলার মোহাম্মদ নবী। আফগান এই তারকা নির্বাচিত হয়েছেন ম্যাচ সেরাও। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক, ডোয়াইন স্মিথ ও মিলস। এর আগে প্রথমে ব্যাট করতে নামা চিটাগাং ভাইকিংসের ওপেনিং জুটিতে আসে ৩৬ রান। ব্যক্তিগত ৯ রানের মাথায় ইমাদ ওয়াসিমের বলে মোহাম্মদ শরীফের হাতে ক্যাচ তুলে দেন ডোয়াইন স্মিথ। তবে তামিম ইকবাল ফিফটি করেই মাঠ ছেড়েছেন। রানআউটে কাটা পড়ার আগে ৩৮ বলে ৬টি চার ও দুটি ছক্কায় ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক।তিন নম্বরে ব্যাট করতে নামা এনামুল হক বিজয়ও রানআউটে কাটা পড়েন। ১৮ বলে দুটি চারে ২২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান এনামুল। শোয়েব মালিক ২৮ বলে দুটি করে চার ও ছক্কায় ৪২ রানে অপরাজিত ছিলেন। আর আরেক অপরাজিত ব্যাটসম্যান জহিরুল ইসলাম অমি। তিনি ২১ বলে ৩টি চারের সাহায্যে ২৯* রানের ইনিংস খেলেছেন।কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে একমাত্র উইকেট শিকারী পাকিস্তানের স্পিনার ইমাদ ওয়াসিম। ৪ ওভারে তিনি খরচ করেছেন ২২ রান। ৪ ওভারে ২২ রান খরচ করেও উইকেটের দেখা পাননি মাশরাফি। সোহেল তানভীর ২৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।এনইউ/আরআইপি

Advertisement