টানা সপ্তমবারের মত শীর্ষ ধনী ক্রিকেটারদের তালিকার এক নম্বর জায়গাটি দখল করে নিলেন ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০০৯ সালের পর থেকে এই অবস্থান থেকে তাকে টলাতে পারেনি কেউ।জাতীয় দলের খেলা ছাড়াও ধোনির এই আয়ের পেছনে আইপিএল বড় ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশকে ছাপিয়ে ব্যয়বহুল ক্রিকেটের আসর হিসেবে সবার ওপরে উঠে আসে আইপিএল-এর নাম।এধরণের আসরের জন্য দু’হাত ভরে খরচ করে যাচ্ছে ক্লাব ফ্রাঞ্চাইজিরা। আর সে কারণেই বিশ্বের ধনী ক্রিকেটারের তালিকায় ওপরের দিকে থাকছেন ভারতীয় ক্রিকেটাররাই। বর্তমানে শীর্ষ দশের ছয়জনই ভারতের ক্রিকেটার। তালিকায় ধোনি ছাড়া আরো রয়েছেন বিরাট কোহলি,সুরেশ রায়না,রোহিত শর্মা,গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগ।পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে শহীদ আফ্রিদি রয়েছেন শীর্ষ ১০ ধনীর তালিকায়। ওয়েস্ট ইন্ডিজের একমাত্র প্রতিনিধি ক্রিস গেইল। বাকি দু’জন অস্ট্রেলিয়ান মাইকেল ক্লার্ক ও শেন ওয়াটসন।এমআর/এসআরজে/আরআইপি
Advertisement