বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন সূচির উদ্বোধনী ম্যাচে আজ (মঙ্গলবার) মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংস। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে চায় দু’দলই। সে লক্ষ্যে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ন্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা দুইটায়।গত আসরে গড়পড়তার দলকে দারুণ নেতৃত্ব দিয়ে বিপিএলের শিরোপা স্বাদ এনে দেন মাশরাফি। তাই এবারও তার কাঁধেই বর্তেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্ব। এবার বেশ শক্তিশালী দলই গড়েছে তারা। ইমরুল কায়েস, মোহাম্মদ শহীদ ও লিটন দাসের মত পরীক্ষিত তারকাদের সঙ্গে রয়েছেন নাজমুল হোসেন শান্ত ও আল আমিন জুনিয়রদের মত তরুণ তুর্কিরা।বিদেশি তারকাদের মধ্যে গতবারের টুর্নামেন্ট সেরা আসহার জাইদিকে ধরে রেখেছে কুমিল্লা। এছাড়াও টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা তারকা মারলন স্যামুয়েলসও আছেন তাদের দলে। আর পেস বোলিংয়ে মাশরাফির সঙ্গী হিসেবে আছেন সোহেল তানভীর মত পেসার। এছাড়াও আছেন বর্তমান সময়ের অন্যতম সম্ভবনাময় অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।অপরদিকে কাগজে কলমে দারুণ শক্তিশালী চিটাগাং ভাইকিংস। গত আসরেও দারুণ দল করেছিল তারা কিন্তু মাঠে তেমনভাবে জ্বলে উঠতে না পারায় পয়েন্ট তালিকার তলানিতেই থাকতে হয়েছে তাদের। তামিমের সঙ্গে দলে আছেন তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম। এছাড়াও আছেন নাজমুল মিলন ও জাকির হোসেনের মত তরুণ তুর্কিরা।বিদেশি তারকাদের মধ্যে আছেন ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক ও মোহাম্মদ নবীর মত অলরাউন্ডাররা। এছাড়াও ইংলিশ পেসার টাইমাল মিলস তুরুপের তাস হয়ে উঠতে পারেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সমাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, মোহাম্মদ আল-আমিন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ শহিদ, সোহেল তানভীর, আসহার জাইদি, ইমাদ ওয়াসিম ও মারলন স্যামুয়েলস।চিটাগাং ভাইকিংস তামিম ইকবাল, এনামুল হঅক বিজয়, তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম, জাকির হোসেন, নাজমুল হোসেন মিলন, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, মোহাম্মদ নবি ও টাইমাল মিলস।আরটি/এমআর/এমএস
Advertisement