খেলাধুলা

২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে

সংযুক্ত আরব আমিরাতের দেওয়া ২৮৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে জিম্বাবুয়ে। শেষে খবর পর্যন্ত তাদের সংগ্রহ ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪ রান।এর আগে নিউজিল্যান্ডের নেলসনে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে ২৮৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সংযুক্ত আরব আমিরাত। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুইয়ান অধিনায়ক এলটন চিগুম্বুরা। তবে সাইমান আনোয়ারের ৬৭ ও খুররাম খানের ৪৫ রানের উপর ভর করে বড় পুঁজি পায় মধ্যপ্রাচ্যের দেশ আমিরাত।  এছাড়া আমজাদ আলী ও রোহান মুস্তাফা ছাড়া এদিন আমিরাতের সব ব্যাটসম্যান দুই অঙ্কের উপর রান করেন।জিম্বাবুইয়ের পক্ষে ১০ ওভারে ৪২ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন তেন্দাই চাতারা।  এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন সলোমান মিরে ও শন উইলিয়ামস।বিএ/এমএস

Advertisement