খেলাধুলা

‘আমি যে দলে খেলি ওই দলেই তারকা বেশি থাকে’

প্রায় অর্ধযুগ ধরেই বাংলাদেশের সেরা তারকার স্থানটা দখল করে আছেন সাকিব আল হাসান। এমনকি বিশ্বের সেরা অলরাউন্ডারের খেতাবটাও তার। তাই স্বাভাবিকভাবে তার উপস্থিতি যে কোনো দলের শক্তি বাড়িয়ে দেয় শতগুণ। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলছেন এ অলরাউন্ডার। নাসির, মোসাদ্দেক, সাঙ্গাকারা, জয়াবর্ধনের মত তারকা খেলোয়াড়দের সতীর্থ হিসেবে পেয়েছেন তিনি। তবে নিজেকে ভাগ্যবান মনে করছেন সাকিব। তিনি যে দলে খেলেন সে দলেই তারকায় পূর্ণ থাকে বলে জানান এ অলরাউন্ডার।সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শেষে সাকিব বলেন, ‘আমি যে দলে খেলি ওই দলেই তারকা বেশি থাকে। বিষয়টা আমি বুঝি না (হাসি...)। গত বছর সবাই বলতেছিল, রংপুর সব থেকে ভালো দল। আসলে ভালো দল সেটাই, যারা মাঠে ভালো খেলবে। এটাই আসলে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের অবশ্যই ভালো দল আছে, কম্বিনেশনও ভালো হয়েছে। এখন মাঠে পারফর্ম করাটাই সব থেকে গুরুত্বপূর্ণ।’বিপিএলের এবারের আসরের শুরু থেকেই বাঘরা দিয়েছে বৃষ্টি। ফলে নতুন সূচিতে আগামীকাল মঙ্গলবার আবার নতুন করে শুরু হচ্ছে এ আসর। তবে বৃষ্টি বাধায় তিনদিনের খেলা পণ্ড হওয়াকে শাপে বর হিসেবে মানছেন সাকিব, ‘আমাদের দলের জন্য এটা ভালো হয়েছে। কারণ আমরা বাড়তি অনুশীলন করার সুযোগ পেলাম। সবার একসঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। আমার মনে হয় দলটাকে এক সাথে করার জন্য এটা খুবই ভালো কাজে দিয়েছে।’গত আসরে অধিকাংশ ম্যাচই হয়েছিল লো স্কোরিং ম্যাচ। টানা খেলার কারণে উইকেট মন্থর হয়ে যাওয়ায় এমনটা হয়েছিল। তাই এবার তিন চার দিন পর পর বিরতি রাখা হয়েছিল। তবে বৃষ্টিতে প্রথম দিনের খেলা এখন নতুন সূচিতে সে বিরতিতে ম্যাচ দেওয়ায় সে বিরতি পাওয়া যাচ্ছে না। তারপরও ভালো উইকেটের আশা করছেন সাকিব, ‘আশা তো করি ভালো উইকেট হবে। আসলে প্রতিদিন খেলা থাকলে আর রোদ না থাকলে তখন সমস্যাটা হয়ে যায়। আশা করি রৌদ্র থাকবে। এটা থাকলে আমার মনে হয় উইকেট অনেক ভালো হবে।’উল্লেখ্য, উদ্বোধনী ম্যাচে আগামীকাল বেলা ২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস। দিনের অপর ম্যাচ সন্ধ্যা ৭টায় ঢাকা ডায়নামাইটস লড়বে বরিশাল বুলসের বিপক্ষে।আরটি/এমআর/পিআর

Advertisement