বিশ্বকাপে পাকিস্তান-ভারত ম্যাচ পাতানো ছিল! ভারতের কাছে পাকিস্তানের সম্ভাব্য হার সম্পর্কে ম্যাচের আগেই ভবিষ্যদ্বাণী করেছিল এক অনলাইন সংবাদ সংস্থা। একই দাবি সাবেক পাকিস্তান ক্রিকেটার আমির সোহেলের।বিশ্বকাপে ভারতের পাকিস্তানকে হারানো ছিল পূর্ব-পরিকল্পিত, দাবি এক অনলাইন সংবাদসংস্থার। খেলা শুরুর আগেই এই বিষয়ে সতর্ক করেছিল ওই ওয়েবসাইট। তবে কেবল পূর্বাভাসই নয়, দস্তুর মতো তথ্য-প্রমাণ পেশ করে নিজেদের দাবি জোরদার করে ওই সংস্থা।সংবাদসংস্থার দাবি, আইসিসির দুর্নীতি প্রতিরোধ কাউন্সিল বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারকে ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে বরখাস্ত করেছে। অথচ ভারতের ব্যাপারে তাদের ভূমিকা ভিন্ন। আইপিএল-এর মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় গড়াপেটায় যুক্ত থাকলেও ভারতের কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেয়নি আইসিসি। সংস্থার মতে, এভাবে দুর্নীতি রুখতে পারবে না আইসিসি।সংবাদসংস্থার অভিযোগ, বিশ্বকাপের দল থেকে মোহাম্মদ হাফিজ, সৈয়দ আজমল ও শোয়েব মালিকের মতো বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে চোটের কারণ দেখিয়ে আচমকা বসিয়ে দিয়ে ফর্মে না থাকা নাসির জামশেদ, হারিস সোহেল ও ওয়াহাব রিয়াজের মতো ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সমালোচকদের দাবি, জেনে-বুঝে গড়াপেটার উদ্দেশ্যেই দলে এই রদবদল করা হয়েছিল।সংবাদ সংস্থার দাবি সমর্থন করেছে সাবেক পাক ক্রিকেটার আমির সোহেলের বক্তব্য। ম্যাচের পর এক সাক্ষাতকারে সোহেল প্রত্যক্ষ অভিযোগ না করলেও, ম্যাচ ফিক্সিং সম্পর্কে প্রচ্ছন্ন ইঙ্গিত করেছেন।এএইচ/আরআই
Advertisement