দীর্ঘদিন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা দুই উপ-সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে ‘জনস্বার্থে’ তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা উল্লেখ করা হয়। অবসরে পাঠানো ওই দুই কর্মকর্তা হলেন, মুজতাবা রিজওয়ান ও বশির উদ্দিন আহমেদ।আদেশে বলা হয়, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে চাকরি থেকে অবসর দেওয়া হল। সরকারি কর্মচারী (অবসর) আইন-১৯৭৪ এর ৯(২) ধারা অনুযায়ী সরকার তাদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও বিধি অনুযায়ী অবসরকালীন সব সুবিধা পাবেন।১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইনের ৯(২) ধারায় বলা হয়েছে, সরকারি চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার যে কাউকে বাধ্যতামূলক অবসর দিতে পারে। অথবা সরকারি কর্মকর্তা বা কর্মচারী নিজেও অবসর নিতে পারেন।এএইচ/আরআই
Advertisement