দেশের বর্তমান অচলবস্থা নিরসনে সব দলের অংশগ্রহণে একটি ফলপ্রসু সংলাপের তাগিদ দিয়েছেন বিভিন্ন দেশের কুটনীতিকরা। বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে কূটনীতিকরা এ তাগিদ দেন। বৈঠকে এফবিসিসিআই সভাপতি কাজি আকরাম উদ্দিন আহমদ চলমান অস্থিরতা দ্রুত কেটে যাবে বলে কুটনীতিকদের আশ্বস্ত করেন।বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকেট বলেন, চলমান অস্থিরতা বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা। এ সমস্যা বাংলাদেশর নাগরিকরাই সমাধান করতে পারবে বলে যুক্তরাষ্ট্র বিশ্বস করে। তবে এই অচলবস্থা দ্রুত কাটিয়ে উঠা দরকার।কোরিয়ান রাষ্ট্রদুত লি ইউন ইয়াং বলেন, চলমান সংকট থেকে উত্তরণে সব দলের অংশগ্রহণে একটি ফলপ্রসু সংলাপ জরুরি। বাংলাদেশের সঙ্গে কোরিয়ার দীর্ঘ দিনের বন্ধুত্ব। তাই যে কোন পরিস্থিতিতে কোরিয়া বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে। কোরিয়া চায় চলমান সমস্যা রাজনৈতিক সংলাপের মাধ্যমেই সমাধান হোক।বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, চীন, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালেশিয়া, নেপাল, রাশিয়া, সুইডেন, তুরস্ক, থাইল্যান্ড ও ভারতসহ ২৮টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। বৈঠকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক, এ কে আজাদ, বিজিএমইএ এর সভাপতি আতিকুল ইসলাম সহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।# সহিংসতা বন্ধে কূটনীতিকদের আশ্বস্ত করলো এফবিসিসিআই
Advertisement
এমআই/এএইচ/আরআই