জাতীয়

৩৩তম বিসিএসে উত্তীর্ণদের কর্মস্থলে যোগদান

৩৩তম বিসিএসে উত্তীর্ণ ৮৫২৯ জন ক্যাডার কর্মকর্তারা আজ বৃহস্পতিবার থেকে কর্মস্থলে যোগদান করছেন।এরমধ্যে প্রশাসনে ২৯৬ জন (মেধায় ১৩৫, প্রাধিকার ১৬১), পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১৬ জন (মেধায় ৭, প্রাধিকার ৭), পুলিশ বিভাগে ১৫৮ জন (মেধায় ৭২, প্রাধিকার ৮৬), নিরীক্ষ ও হিসাব ৫ জন (মেধায় ২, প্রাধিকার ৩), সমবায় ৪ (মেধায় ২, প্রাধিকার ২), অর্থনীতি ১২ জন (মেধায় ৫, প্রাধিকার ৭), খাদ্য সাধারণ ৪ (মেধায় ২, প্রাধিকার ২),  তথ্য সাধারণ ১৫ জন (মেধায় ৭, প্রাধিকার ৮), সহকারি বার্তা নিয়ন্ত্রক ৮ জন (মেধায় ৪, প্রাধিকার ৪), পরিবার পরিকল্পনা ৬ জন (মেধায় ৩, প্রাধিকার ৩), ডাক ৯ জন (মেধায় ৪, প্রাধিকার ৫) রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ৩ জন (মেধায় ১, প্রাধিকার ২), কর বিভাগে ৬৯ জন (মেধায় ৩১, প্রাধিকার ৩৮), আনসার ১৯ জন (মেধায় ৯, প্রাধিকার ১০)।প্রোফেশনাল/ টেকনিক্যাল পদসমূহ/ক্যাডার প্রোফেশনাল পদসমূহমৎস্য ১০৭ জন (মেধায় ৮৮, প্রাধিকার ১৯), খাদ্য সহকারি রক্ষণ প্রকৌশলী ১৪ (মেধায় ১৩, প্রাধিকার ১), স্বাস্থ্য বিভাগে সহকারী সার্জন পদে ৬৩৬০ (মেধায় ৫১৩৬, প্রাধিকার ১২২৪), সহকারি ডেন্টাল সার্জন পদে ১২২ জন (মেধায় ৯৩, প্রাধিকার ২৯), তথ্য সহকারি বেতার প্রকৌশলী ১০ জন (মেধা ৭, প্রাধিকার ৩), সড়ক ও জনপদ বিভাগে: সহকারী প্রকৌশলী (সিভিল) পদে জন (মেধা ১, প্রাধিকার ১), সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩ জন। (মেধা ২, প্রাধিকার ১), রেলওয়ে প্রকৌশল বিভাগে সহকারী প্রকৌশলী পদে ২ জন (মেধা ২),  গণপূর্ত বিভাগে সহকারী প্রকৌশলী পদে ৫৪ জন (মেধা ৩৯, প্রাধিকার ১৫) ও সহকারী প্রকৌশলী (ই/এম) ১২ জন (মেধা ৭, প্রাধিকার ৫), পরিসংখ্যান কর্মকর্তা পদে ২ জন (মেধা ১, প্রাধিকার ১)।  পশু সম্পদ বিভাগে ভেটোনারী সার্জন/বৈজ্ঞানিক কর্মকর্তা/প্রভাষক পদে ১৫১ জন (মেধা ১০৫, প্রাধিকার ৪৬),  পি ডি ও/এ পি ও/ বৈজ্ঞানিক কর্মকর্তা/প্রভাষক পদে ২৯ জন (মেধা ২৩, প্রাধিকার ৬), শিক্ষায় বিভিন্ন বিভাগে ১০৩৭ জন ক্যাডার কর্মকর্তা মেধা ও প্রাধিকার বলে যোগদান করবেন।উল্লেখ্য, ৩৩তম বিসিএস পরিক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১,৯৩,০৫৯ জন। প্রিমিলিনারী ও লিখিত পরিক্ষায় উত্তীর্ণ ১৮৬৯৩ জন প্রার্থীকে মৌখিক পরিক্ষার জন্য ডাকা হয়। মৌখিক পরিক্ষায় ১৮১০৮ জন প্রার্থী অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্যে ১৫৯৯১ জন কৃতকার্য হন। কৃতকার্যদের মধ্যে ৮৫২৯ জনকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছে কমিশন।

Advertisement