চুয়াডাঙ্গার সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র আলামিন (১৪) বিদ্যালয়ের কোচিং ফি না দিতে পারায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। সে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মদিন মন্ডলের ছেলে।কুতুবপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার রীনা পারভীন জানান, মঙ্গলবার সকালে আলামিন এর কাছে কোচিং ফি বাবদ সাড়ে ৪শ টাকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবার আলী দাবি করে। এরপর সে বাড়িতে বিষয়টি জানালে তার দরিদ্র বাবা টাকা দিতে অস্বীকৃতি জানায়। সে তার বাবার উপর অভিমান করে বুধবার ভোরে বাড়ির পাশের এক গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবার আলী জানান, ঘটনাটি সত্য নয়।এমএএস/আরআই
Advertisement