পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বিএনপির সঙ্গে কোনো ধরনের সংলাপের প্রশ্নই আসে না। রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সংলাপে বসার আহ্বান জানিয়ে জাতিসঙ্ঘ মহাসচিব বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া চিঠির প্রতিক্রিয়ায় বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী এ কথা জানান।প্রতিমন্ত্রী বলেন, আমার সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপ হয়েছে। বর্তমান সরকার এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে সক্ষম। সরকার কোনো সন্ত্রাসী দলের সঙ্গে আলোচনায় বসবে না। কোনো ধরনের সংলাপের প্রশ্নই আসে না।জাতিসঙ্ঘ মহাসচিবকে বাংলাদেশ সরকারের পক্ষে আনুষ্ঠানিক চিঠি দিয়ে সার্বিক পরিস্থিতি অবহিত করা হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অবস্থান সন্ত্রাসের বিরুদ্ধে, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। বিষয়টি এরই মধ্যে জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে জাননো হয়েছে। আরও বিস্তারিত ব্যাখ্যাসহ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে জাতিসঙ্ঘ মহাসচিবকে চিঠি দেয়ার প্রস্ততি চলছে।শাহরিয়ার আলম বলেন, বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দিয়ে সহিংসতার নিন্দা এবং উদ্বেগ প্রকাশ করেছেন। চিঠিতে জাতিসঙ্ঘ মহাসচিব রাজনৈতিক অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রীকে উদ্যোগ নেয়ার অনুরোধ করেছেন। চিঠিটি দুই সপ্তাহ আগে লেখা হয়েছে। কিন্তু আমরা সেটা সোমবার পেয়েছি।তিনি বলেন, চিঠিতে জাতিসঙ্ঘ মহাসচিব প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে বলেছেন, শেখ হাসিনা এই সমস্যার সমাধান করতে পারবেন বলে বান কি মুন বিশ্বাস করেন। জাতিসঙ্ঘ এতে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলে জাতিসঙ্ঘ মহাসচিব অদূর ভবিষ্যতে বাংলাদেশে আসতে পারেন।এএইচ/আরআই
Advertisement