জাতীয়

`রায় কার্যকরের দিন ধার্যে অসুবিধা নেই`

কামারুজ্জামানের রায় কার্যকরের ক্ষেত্রে দিন ধার্য করতে কোন অসুবিধা নেই বলে জানিয়েছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বুধবার আপিল বিভাগ থেকে কামারুজ্জামানের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সুপ্রীম কোর্টে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।এ্যাটর্নি জেনারেল বলেন, ‘আজকের ভিতরেই আপিল বিভাগ থেকে রায়ের কপি ট্রাইব্যুনালে প্রেরণ করা হবে। তারপর ট্রাইব্যুনাল মৃত্যুপরোয়ানা জারি করবে। সেটা আজও করতে পারে, কালকেও করতে পারে। তবে রায় কার্যকর করার ক্ষেত্রে রাষ্ট্রকে ১৫ দিন অপেক্ষা করতে হবে, এমন কথা বলা নেই। তবে যখন কামারুজ্জামানের পক্ষ থেকে রিভিউ করা হবে তখন মৃত্যুদণ্ড কার্যকরের কাজ স্থগিত থাকবে।রাষ্ট্রপতির নিকট প্রাণভিক্ষার বিষয়ে তিনি বলেন, সকল আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করতে পারবে। এটা সকল অপরাধীদের অধিকার।প্রসঙ্গত, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় গত ৩ নভেম্বর রায় ঘোষণা করেন আপিল বিভাগ। দীর্ঘ সাড়ে তিন মাস পর বুধবার সে রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেছে আদালত।এএইচ/আরআই

Advertisement