জাতীয়

সুবহানের রায়ে সন্তুষ্ট আইনমন্ত্রী

জামায়াতের নায়েবে আমীর আব্দুস সুবহানের ফাঁসির রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বুধবার সচিবালয়ের নিজ দফতরে রায়ের প্রতিক্রিয়ায় এ কথা জানান। আইনমন্ত্রী বলেন, ৩০ লাখ শহীদ মুক্তিযুদ্ধের সাফল্য অর্জনে আত্মত্যাগ করেছেন, আমাদের এগিয়ে নিয়ে গেছেন। তাদের প্রতি আমাদের যে ঋণ তা ক্ষুদ্রতম হলেও পরিশোধ হয় এ সাজার মাধ্যমে। এটা আমাদের কাছে একটা স্বস্তির বিষয়। প্রত্যেক সাজাতেই দেশের আইনের শাসনের ভিত আরও শক্ত হয়। এসব বিবেচনায় আমরা এ রায়ে সন্তুষ্ট।মন্ত্রী বলেন, এ সরকারই যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করে। যাদের সাজা দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত করা হয়। তদন্তে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হয়। তদন্তে যখন প্রমাণিত হয় ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় হত্যাগুলো তারাই করেছিলেন। তখনই তাদের ট্রাইব্যুনালের সামনে বিচারের সম্মুখীন করা হয়। আপিলের সময় উচ্চ আদালতে সাজা কমিয়ে আনা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি পরিস্কার করে একটি কথা বলতে চাই- বিচার বিভাগ স্বাধীন। তারা যখন বিচার কার্যক্রম পরিচালনা করেন তখন আমাদের কোনো বক্তব্য থাকে না। মনে করেন কোনো একটা মিটিগেটিং সারকামন্সটেন্সসের (উপশমক পরিস্থিতি) জন্য (বিচার বিভাগ) তাদের কোন একটা সিদ্ধান্ত নিতে হবে। এটা আমাদের মেনে নেওয়াই হচ্ছে আইনের শাসন।সুবহানের আইনজীবীরা রায় ও সাক্ষী নিয়ে প্রশ্ন তুলেছেন, এর আগেও রায়ের ক্ষেত্রে এ ধরণের অভিযোগ তোলা হয়েছিলো- এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, সুবহান বলেন, মোবারক বলেন, নিজামী বলেন, মুজাহিদ বলেন তারা সবাই এক সুতায় গাঁথা, এ বিষয়ে কোন সন্দেহ নেই। ৭১ সালে তারা একসঙ্গে মানবতাবিরোধী অপরাধগুলো করেছে। তাদের আইনজীবীরা কথাগুলো একরকমই বলবেন। এরমধ্যে আশ্চর্যের কি আছে?এএইচ/পিআর

Advertisement