দেশজুড়ে

বাবাকে খুনের পর ছেলের আত্মসমর্পণ

সিলেটের গোয়াইনঘাটে পানিতে চুবিয়ে নির্মমভাবে বাবাকে খুন করে থানায় আত্মসমপর্ণ করেছে ঘাতক ছেলে। বুধবার বেলা ১১টায় উপজেলার শাহপুর হাওরে এ ঘটনা ঘটে। নিহত সোনা মিয়া (৬০) উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয়রা জানান, সোনা মিয়ার ছেলে শামীম আহমদ (২৫) বিদেশ যাওয়ার জন্য গত কয়েকদিন ধরে বাবাকে চাপ দিয়ে আসছে। বুধবার সকালে বাবা-ছেলে মিলে শাহপুর হাওরে জমিতে কাজ করতে যায়। সেখানে এ নিয়ে বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে বাবাকে ধান ক্ষেতের পানিতে চুবাতে থাকলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই বলেন, পুলিশ সোনা মিয়ার লাশ ওসমানী হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক শামিম নিজে থেকে ধরা দিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’এমএএস/আরআই

Advertisement