জাতীয়

র‌্যাবকে জিরো টলারেন্স দেখাতে নির্দেশ

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে শতভাগ প্রতিশ্রুতি নিয়ে সন্ত্রাস মোকাবেলা করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে র‌্যাব সদর দপ্তরে বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা এবং কোম্পানী কমান্ডারদের সঙ্গে বৈঠকে সরকারের শীর্ষ পর্যায় থেকে এই নির্দেশ দেওয়া হয়।মূলত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে একেএম শহীদুল হকের র‌্যাব সদর দফতর পরিদর্শন উপলক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া রুদ্ধদ্বার এই বৈঠক চলে দুপুর পৌঁনে ২টা পর্যন্ত। পরে পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। এসময় র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।শহীদুল হক বলেন, সন্ত্রাসী ও নাশকতাকারিদের বিরুদ্ধে বিশেষ করে যারা আন্দোলনের নামে পেট্রলবোমা, বোমা ও আগুন দিয়ে মানুষ হত্যা করছে তাদের বিরুদ্ধে পুলিশ ও র‌্যাব একসঙ্গে কাজ করবে। তাদের বিরুদ্ধে অভিযান আরও বাড়ানো হবে। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীগুলো শতভাগ প্রতিশ্রুতি নিয়ে কাজ করবে। সেই নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর সকল সংস্থা জনগনের সঙ্গে সম্বনয় ও স্থানীয়দের সহযোগিতা নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করবে।অভিযানের নামে তথাকথিত বন্ধুক যুদ্ধে নীরিহ মানুষ মারা যাচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সাধারণ মানুষ মারা যাচ্ছে কে বলেছে। কি প্রমাণ আছে। এছাড়া এনকাউন্টারে আত্মরক্ষার জন্য নিরাপত্তা বাহিনী গুলি করে। জীবন তো আমাদের বাঁচাতে হবে। তবে অভিযোগ উঠলে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্ত হয়। আমরা নানা স্তরে জবাবদিহিতা মধ্য দিয়ে চলি। আদালতে জবাবদিহিতা করতে হয়, বিভাগীয় ব্যবস্থা রয়েছে। এছাড়া জনগণের কাছেও জবাবদিহিতা রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়।হিজবুত তাহরীর : হিজবুত তাহরীর বাংলাদেশের জন্য কোন ঝুঁকি নয় উল্লেখ করে আইজিপি বলেন, আমরা কোন ঝুঁকি দেখছি না। তবে সর্তক অবস্থানে রয়েছি। কোন তৎপরতা দেখলে মোকাবেলা করা হবে।গাড়ি চলাচল : যানচলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। রাতে গাড়ি চলাচল করার অনুমতি দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকার বা আমরা গাড়ি চলাচল বন্ধ রাখিনি। গাড়ি মালিকরা সিদ্ধান্ত নিয়ে এটি করেছে। আবার যদি মালিকরা এবং যাত্রীরা মনে করে গাড়ি চলবে। আমরা তাদের সহযোগিতা করব।এসএ/এএইচ/আরআই

Advertisement