আন্তর্জাতিক

চীনে কমেছে বাড়ির দাম

বিক্রি কমার কারণে গত জানুয়ারিতেও চীনের বিভিন্ন শহরে কমেছে বাড়ির দাম। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, অন্তত ৭০টি বড় এবং মাঝারি শহরের মধ্যে ৬৪টি শহরেই কমেছে বাড়ির দাম। মাত্র ২টি শহরে বাড়ির দাম বেড়েছে আর ৪টি শহরে ডিসেম্বরের তুলনায় অপরিবর্তিত ছিলো বাড়ির দাম।এরমধ্যে সাংহাই, নিনজাং, গুয়াংঝু শহরে ডিসেম্বর এবং জানুয়ারিতে বেশ কম দামেই বিক্রি হয়েছে বাড়ি। যা সারা বছরই অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।এআরএস/আরআইপি

Advertisement