আন্তর্জাতিক

ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ২১

ইরাকে দু’টি পৃথক আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। একটি চেকপয়েন্টে একটি বিস্ফোরক বোঝাই অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ এবং একটি শিয়া মাজারের কাছে পার্কিং করা একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ওই হতাহতের ঘটনা ঘটেছে। পৃথক হামলায় আহত হয়েছে আরো বহু মানুষ। খবর রয়টার্সের। তিকরিত এবং সামাররা শহরে ওই হামলাগুলো চালানো হয়েছে। মসুল শহর পুনরুদ্ধারের জন্য ইরাকি বাহিনী আইএসের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এর মধ্যেই অন্যান্য শহরে আত্মঘাতী হামলা চালাচ্ছে জঙ্গিরা। রোববার সকালে এক আত্মঘাতী তিকরিত শহরে একটি বিস্ফোরক বোঝাই অ্যাম্বুলেন্স বিস্ফোরণ করেছে। শহরের দক্ষিণাঞ্চলীয় প্রবেশদ্বারে ওই বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। আরো এক হামলাকারী একটি শিয়া মাজারের কাছে একটি গাড়িবোমা হামলা চালিয়েছে। ওই হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। টিটিএন/আরআইপি

Advertisement