আন্তর্জাতিক

ট্রাম্পের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে হিলারি

মার্কিন নির্বাচনে আর মাত্র দু’দিন বাকি আছে। এমন পরিস্থিতিতে দুই প্রধান রাজনৈতিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্প এক মুহূর্তও বসে থাকার সময় পাচ্ছেন না। শেষ সময়ে ভোটারদের সমর্থন পেতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই দুই প্রেসিডেন্ট প্রার্থী। নির্বাচনের অন্তিম মুহূর্তে কে এগিয়ে আছেন সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াশিংটন পোস্ট এবং এবিসির সাম্প্রতিক এক জরিপের ফলাফল অনুযায়ী, জনমত জরিপে হিলারির প্রতি সমর্থন রয়েছে ৪৮ ভাগ মানুষের। অপরদিকে, ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছে ৪৩ ভাগ মানুষ। খবর রয়টার্সের।সর্বশেষ এই জরিপের ফলাফলে ট্রাম্পের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে আছেন হিলারি। রোববার সকালে ওই জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এর আগে শুক্রবার এবিসির এক জরিপে ট্রাম্পের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে ছিলেন হিলারি। জনমত জরিপে হিলারি ৪৭ শতাংশ এবং ট্রাম্প ৪৪ শতাংশ ভোট পেয়েছিলেন। টিটিএন/আরআইপি

Advertisement