একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত ইসলামীর নায়েবে আমীর আবদুস সুবহানের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই ট্রাইব্যুনালের সামনে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বেলা ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দিকে সকাল থেকেই নিরাপত্তাপ্রাচীর পার করে ট্রাইব্যুনালে প্রবেশ করতে হচ্ছে সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে। ট্রাইব্যুনাল এলাকায় র্যাব, পুলিশ ও আর্মড পুলিশের তিন হাজার নিরাপত্তারক্ষীর সমন্বয়ে তিন স্তরের একটি নিরাপত্তাপ্রাচীর তৈরি করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ট্রাইব্যুনাল এলাকাসহ সবখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনাল এলাকায় সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।তিনি জানান, র্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশের পাশাপাশি ডগ স্কোয়াড, রায়ট কার, এপিসি কার প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ করে বিরোধী জোটের হরতাল-অবরোধ চলাকালে এই রায় ঘোষণার তারিখ হওয়ায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।বিএ/এমএস
Advertisement