বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, টেকসই অর্থনৈতিক উন্নয়নের পথে হাঁটছে বাংলাদেশ। অন্তর্ভূক্তিমূলক অর্থনীতির মাধ্যমে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে পেরেছি। যার ফলে গত এক দশকে আমাদের প্রবৃদ্ধি গড়ে ৬ শতাংশের ওপরে। এই প্রবৃদ্ধি সফল ভাবেই অর্জন করতে পেরেছে বাংলাদেশ। বাংলাদেশ টেকসই প্রবৃদ্ধিরও উদাহরণ।বুধবার জাপানের টোকিওতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও জাইকার এক কনফারেন্সে বক্তৃতাকালে তিনি বাংলাদেশের এসব অর্থনৈতিক সূচক তুলে ধরেন।তিনি বলেছেন, শুধু প্রবৃদ্ধি স্থিতিশীল নয়, অপরদিকে কমছে মূল্যস্ফীতি। কমছে দারিদ্র্যতা। বাড়ছে মানুষের আয়।আতিউর রহমান বলেন, আমাদের দেশে দেশি ও বিদেশি সব বাণিজ্যিক ব্যাংক পরিবেশ বান্ধব ও দায়িত্বশীল ব্যাংকিং করছে। বাংলাদেশ ব্যাংক সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে ব্যাংকগুলো অন্তর্ভূক্তিমূলক অর্থনীতিকে মূল ব্যাংকিং এর সঙ্গে সম্পৃক্ত করে কাজ করছে। তিনি বলেন, টেকসই অর্থনৈতিক উন্নয়নে এসএমই খাতের গুরুত্ব অনেক। বাংলাদেশ এসএমই খাতকে ব্যাপক ভাবে উৎসাহিত করছে।তিনি বলেন, ব্যাংকগুলোও এসএমই খাতে বিনিয়োগ করে ভালো মুনাফা করছে। এতে করে তাদের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হচ্ছে।এসএ/এআরএস/এমএস
Advertisement