বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনার মাধ্যমে দেশের প্রথম আন্তর্জাতিক মানের সঞ্চালক হলেন জনপ্রিয় উপস্থাপিকা আমব্রিন। দেশীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টের এবার বসেছে চতুর্থ আসর। আর সেখানে উপস্থাপক হিসেবে পাওয়া যাচ্ছে আমব্রিনকে। তবে এবারই প্রথমবার দেশের বাইরের দুটি আন্তর্জাতিক মানের টেলিভিশন চ্যানেল ‘ইউএসপিএন’ এবং ‘সনি সিক্স’ বিপিএলের প্রতিটি ম্যাচ সম্প্রচার করছে। যেটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকগুলো দেশে একযোগে সরাসরি সম্প্রচার হচ্ছে। এ নিয়ে আমব্রিনের উচ্ছ্বাসের কমতি নেই। তিনি বলেন, ‘আমাদের দেশের অনেক শিল্পী আছেন যারা আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন। এটা সম্ভব হয়েছে অভিনয় দিয়ে, আবার কেউ সম্ভব করেছেন গান গেয়ে। কিন্তু উপস্থাপনার মাধ্যমে কেউ আন্তর্জাতিক অঙ্গনে যেতে পারেননি। যেটা আমিই প্রথমবার পেরেছি।’ আমব্রিন আরো বলেন, ‘আমি চেয়েছিলাম যে সঞ্চালনার মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পেতে। এটা ছিল আমার স্বপ্ন। এবার সেটা পূরণ হলো। এই ভালো লাগার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।’ এর আগে বিপিএলের তৃতীয় আসরে উপস্থাপনার দায়িত্বে ছিলেন আমব্রিন। কিন্তু সেসময় সাময়িক কারণে উপস্থাপনা থেকে সরে যান তিনি। সেবার খেলাটি সম্প্রচার করেছিল চ্যানেল নাইন। এবারো সেখানে সম্প্রচার হচ্ছে। আমব্রিন বলেন, ‘আবারো আমাকে চ্যানেল কর্তৃপক্ষ উপস্থাপনার জন্য ডেকেছেন। অবশ্যই তারা আমাকে যোগ্য মনে করেছেন বলেই আমি উপস্থাপনা করতে পারছি। আশা করছি প্রতিটি ম্যাচই নিজের সেরাটা দিয়ে দর্শকদের মনে আনন্দ দিতে সক্ষম হবো।’ এদিকে গতকাল শুক্রবার থেকে খেলা শুরু হওয়ার কথা থাকলেও বেরসিক বৃষ্টি বাগড়া দেয়। আজও একই অবস্থা। তবে আশা করা যাচ্ছে আগামী দিনগুলোতে আবহাওয়া ক্রিকেটীয় অনুকূলে থাকবে এবং জমে উঠবে বিপিএল। এনই/বিএ/আরআইপি
Advertisement