প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করছেন হিমেল আশরাফ। ছবিতে অভিনয় করছেন বাপ্পী ও আঁচল। এই জুটির এটি ষষ্ঠ ছবি। রোববার ফরিদপুরের রাজবাড়ীতে `সুলতানা বিবিয়ানা` নামের এ ছবির শুটিং শুরু হয়েছে। চলবে ৫ মার্চ পর্যন্ত।বাপ্পী ও আঁচল জুটির পথচলা শুরু শাহীন সুমনের `জটিল প্রেম` ছবির মাধ্যমে। ২০১৩ সালে মুক্তি পাওয়া ছবিটি ব্যবসায়িকভাবে দারুণ সফল। এরপর থেকে একে একে তাঁরা `প্রেম প্রেম পাগলামি`, `কি প্রেম দেখাইলা`, `আজব প্রেম`, `গুণ্ডা দ্য টেররিস্ট` ছবিগুলোতে অভিনয় করেন। সেই ধারাবাহিকতায় এবার হিমেল আশরাফের `সুলতানা বিবিয়ানা`। বাপ্পী বলেন, `আঁচলের সঙ্গে কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। এ ছাড়া আমাদের দুজনের জুটিকে দর্শক গ্রহণ করেছে। ফলে নির্মাতারা আমাদের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। আশা করছি, আমরা জুটি হয়ে আরো ছবিতে অভিনয় করতে পারব।`আঁচল বলেন, `সহশিল্পী সমমনের হলে কাজ করতে সুবিধা হয়। পারস্পরিক বোঝাপড়াটা ভালো হয়। এ ছবিতে বাপ্পী সুলতান চরিত্রে অভিনয় করছেন। শুটিংয়ের সময়টা দারুণ উপভোগ করছি আমরা।`এইচএন/এমএস
Advertisement