খেলাধুলা

প্রস্তুত বাংলাদেশ দল : প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরাও

মশিউর রহমান তুহিন, সিডনি: বিশ্বকাপ শুরু হয়েছে এটা পুরাতন খবর কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ শুরু হচ্ছে আর মাত্র কয়েক ঘণ্টা পর অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। খেলা হবে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার মানুকা ওভাল মাঠে। আর এই খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ আইসিসির সহযোগী সদস্য দেশ আফগানিস্তান।কাগজে কলমে আফগানিস্তান সহজ প্রতিপক্ষ মনে হলেও বাস্তবে তা হবে না, একবাক্যে বলা যায়, কারণ কিছুদিন আগে বাংলাদেশ তাদের কাছে হেরে গিয়েছিল। তাইতো আফগানিস্তান স্বপ্ন দেখছে বিশ্বকাপের মতো বড় মঞ্চে তারা বাংলাদেশকে হারিয়ে দিবে। অন্যদিকে বাংলাদেশ তাদেরকে হারিয়ে জয়ের মাধ্যমে বিশ্বকাপ শুরু করতে চায়।বিশ্বকাপের এই আসরে ভালো খেলার জন্য প্রায় তিন সপ্তাহ আগে বাংলাদেশ টিম অস্ট্রেলিয়া চলে আসে কিন্তু প্রস্তুতি ম্যাচগুলো হারাতে দর্শক কিছুটা হতাশ হলেও তারা এখন জয়ের ব্যাপারে আশাবাদী। তাইতো আজকে সবখানে খেলা নিয়ে তুমুল আলোচনা।বাঙ্গালি অধ্যুষিত এলাকাতে অনেকটা ঈদের আমেজ বিরাজ করছে। অনেককে দেখা গিয়েছে জার্সি হয়ে ঘুরে বেড়াতে। বাংলাদেশি দোকানে বিক্রির ধুম পড়েছে, কারণ সিডনি থেকে যারা ক্যানবেরা যাবে তাদের প্রায় ২৮০ কিলোমিটার ড্রাইভ করে যেতে হবে। এই জন্য পথে খাবার জন্য যে যার মতো প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে নিয়েছে।কেউ কেউ তাদের গাড়ি পতাকার রঙ্গে সাজিয়ে নিয়েছে। কেউ কেউ বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার ও পেস্টুন তৈরি নিয়ে ব্যস্ত। এই রকম কয়েকটি  ব্যানার চোখে পড়লো যাতে লেখা “জিতলেও তুমি হারলেও তুমি আমার প্রিয় জন্মভূমি”, “গর্জে  উঠো বাংলাদেশ”, “বাঘ আইল দৌড়াছনা কেরে” ইত্যাদি।খেলা দেখার জন্য সিডনির দর্শকরা সকাল ৮টার পর রওয়ানা হবে অনেকের সাথে কথা বলে জানা যায়।  বিশ্বকাপ খেলা দেখার জন্য ইতিমধ্যে বাংলাদেশ থেকে অনেকে অস্ট্রেলিয়া এসে পৌঁছে গেছে। তার মধ্যে বাংলাদেশের খেলাধুলা বিষয়ক মন্ত্রী বিরেন শিকদার অন্যতম। তাকে বিমান বন্দরে অভ্যর্থনা দেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি গামা আবদুল কাদির।অনেক অতিথি তাদের পরিচিত বন্ধুবান্ধবদের বাসায় এবং কেউ কেউ হোটেলে থাকবে বলে জানা যায়। সবার একটায় প্রত্যাশা বাংলাদেশ জিতবে।আরএস

Advertisement