আলোচিত নায়িকা পরিমনি প্রথম ছবি আগামী ২৭ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবির নাম ‘ভালোবাসা সীমাহীন’। সম্প্রতি পরী মণির ফেসবুক পেইজ এবং ইউটিউবে প্রকাশ পেয়েছে ছবির ট্রেইলার। নোমান কথাচিত্রের ব্যানারে প্রযোজিত শাহ আলম মন্ডল পরিচালিত এই ছবিতে পরী মনি ছাড়াও রয়েছেন জায়েদ খান,আনিসুর রহমান মিলন।পরিচালক শাহ আলম মন্ডল বলেন, ইতোমধ্যে `ভালবাসা সীমাহীন` ছবিটি সকল পরীক্ষা শেষ করেছে এখন ফলাফলের জন্য অপেক্ষা করছে। দর্শকরা ২৭ ফেব্রুয়ারি হলে গিয়ে ছবিটি দেখে ফলাফল দিবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।আরআই
Advertisement