আন্তর্জাতিক

ইরাকে ৪৫ জনকে পুড়িয়ে হত্যা করেছে আইএস

চরমপন্থী সশস্ত্র সুন্নি বিদ্রোহী গ্রুপ ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা ইরাকের আনবার প্রদেশে ৪৫ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে। দেশটির আনবার প্রদেশের আল বাগদাদি শহরে নৃশংস এ ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। আল বাগদাদি শহরের পুলিশ প্রধান কর্নেল কাসিম আল ওবাইদি বলেন, নিহতদের মধ্যে নিরাপত্তাবাহিনীর কর্মীরাও থাকতে পারেন। নির্মম এ হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায় নি। গত সপ্তাহে আল বাগদাদির বেশিরভাগ অংশ দখল করে নেয় আইএস। এরপর নিরাপত্তাবাহিনীর কর্মীদের পারিবারিক ভবন এবং স্থানীয় কর্মকর্তাদের কার্যালয়ে হামলা চালায় তারা। বাগদাদি শহরের পুলিশ প্রধান কাসিম আল ওবাইদি ইরাক সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শহরটি পুনরুদ্ধারে সাহায্য চেয়েছেন।প্রসঙ্গত, চলতি মাসের প্রথম দিকে জর্ডানি এক পাইলটকে খাঁচার ভেতর বন্দী করে পুড়িয়ে হত্যা করার ভিডিওচিত্র প্রকাশ করে আইএস। সর্বশেষ সোমবাবর জঙ্গি সংগঠনটি মিসরে ২১ খ্রিষ্টান নাগরিককে গলা কেটে হত্যার ছবি প্রকাশ করে। এএইচ/পিআর

Advertisement