খেলাধুলা

দেশের মাটিতে খেলা বিশেষ অনুভূতি : সাকিব

বিপিএল, আইপিএল, বিগব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), পিএসএল কী এসপিএল- সব জায়গায় দেখা যায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে ঘরের মাঠে বিপিএল খেলার অনুভূতি একটু আলাদাই। সাকিব নিজেও মানেন এটা। দেশের মাটিতে খেলাটাকে বিশেষ অনুভূতিই মানছেন দেশসেরা এ তারকা।শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সাকিব বলেন, ‘দেশের মাটিতে খেলা বিশেষ অনুভূতি। এটা উপভোগ না করার কোনো কারণ নেই। আমি খুবই উপভোগ করি। আর প্রতি বছরই নতুন নতুন চ্যালেঞ্জ আসে। সেটাতে আমার অনেক অভিজ্ঞতা হয় জাতীয় দলে ভালো করার জন্য।’বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিলেন সাকিব। সেবার টুর্নামেন্টসেরাও হয়েছিলেন এ তারকা। এক আসর পর আবার ঢাকার তাঁবুতে ফিরেছেন সাকিব। এবারও চাইছেন আগের মতো কিছু। এর জন্য শুরুটা ভালো করতে চান এ অলরাউন্ডার।‘আশা করি মজার হবে, বিপিএলটা ভালো হবে। ব্যক্তিগত দিক থেকে এবং দলগতভাবেও আমার কাছে মনে হয় আমাদের ভালো একটা দল আছে। মাঠে কেমন পারফর্ম করি, সেটা গুরুত্বপূর্ণ। শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে যদি ভালো করতে পারি, মোমেন্টটা ধরে রাখতে পারি আশা করি ভালো হবে।’এবার ঢাকা ডায়নামাইটস দেশি-বিদেশি ক্রিকেটার সংগ্রহে কাগজে-কলমে সেরা অবস্থানেই রয়েছে। সাকিবের সঙ্গে রয়েছেন নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকতের মতো পরীক্ষিত ক্রিকেটাররা। বিদেশি খেলোয়াড় সংগ্রহেও তারা এগিয়ে। লঙ্কান দুই লিজেন্ড সাঙ্গাকারা-জয়াবর্ধনে রয়েছেন তাদের দলে।এছাড়াও আছেন ক্যারিবিয়ান ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটাররা। এটাকেও মধুর সমস্যা মনে করছেন তিনি। তবে সবাই পেশাদার হওয়ায় বিষয়টি সহজভাবে নেবেন বলে আশা করছেন তিনি।  ‘কোটা অনুয়ায়ী চারজন বিদেশি খেলোয়াড় খেলতে পারবে। স্বাভাবিকভাবেই আমার টিমে ৬-৭ জন বিদেশি আছে সবাইকে তো খেলাতে পারবো না। এটা আমরা টিমের ম্যানেজম্যান্ট, কোচ, অধিনায়ক সবাই মিলে সিদ্ধান্ত নেব।’আরটি/এনইউ/পিআর

Advertisement