অর্থনীতি

কূটনীতিকদের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক বুধবার

দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন ব্যবসায়ীরা। দেশের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রতিনিধিরা বুধবার হোটেল সোনারগাঁওয়ে বেলা ১২টায় এ বৈঠক করবেন। এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, কূটনীতিকদের সঙ্গে ব্যবসায়ীদের আলোচনা সব সময় হয়ে থাকে। বুধবারের বৈঠকে চলমান পরিস্থিতিসহ ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে আলোচনা হবে। কূটনীতিকরা আমাদের ব্যবসায়ী অংশিদার তাই বর্তমান পরিস্থিতিতে তাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করায় এ বৈঠকের মূল লক্ষ্য।সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, চীন, জাপান ও ভারতসহ প্রায় ৩০টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন। বৈঠকে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বক্তব্য রাখবেন বলে জানা গেছে।এসআই/এএইচ/আরআই

Advertisement