যশোরের বাঘারপাড়ায় অঞ্জনা বিশ্বাস (৩৫) নামে এক গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাঘারপাড়া উপজেলার বাঁকড়ি গ্রামের গৌতম বিশ্বাসের স্ত্রী।বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউয়ুম আলী সরদার জানান, এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে বাঁকড়ি মাঠ থেকে লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে। পুলিশ হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনে কাজ শুরু করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।এমএএস/পিআর
Advertisement