বিনোদন

জাইল্ল্যার বউ প্রসূন

এবার জাইল্ল্যার (জেলে) স্ত্রী হিসেবে অভিনয় করতে যাচ্ছেন প্রসূন আজাদ। `মেঘনা` নামের একটি টেলিছবিতে তাকে এমন চরিত্রে দেখা যাবে। সম্প্রতি ভিন্নভাবে শাড়ি পরে ফেসবুকে ছবিও পোস্ট করেছেন তিনি। স্ট্যাটাসে ছোট করে লিখেছেন `জাইল্ল্যার বউ মেঘনা`।এ অভিনেত্রী জানান, এটি টেলিভিশনের জন্য চলতি বছরের প্রথম কাজ তার। এটি বানাচ্ছেন সেলিম রেজা সেন্টু। মঙ্গলবার থেকে তিনদিন এর দৃশ্যধারণ হবে। এখানে গ্রামের সাদামাটা মেয়ে হিসেবে দেখা যাবে তাকে। আর প্রসূনের সহশিল্পী হিসেবে থাকছেন আজাদ আবুল কালাম।এদিকে তার অভিনীত বড় পর্দায় মুক্তির অপেক্ষায় আছে ‘অচেনা হৃদয়’। এটি আগামী ২৭ মার্চ বাংলাদেশসহ ব্রুনাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াতে রিলিজ পাবে। এস আই খানের পরিচালনায় এতে তার নায়ক ইমন ও সুমন। এছাড়াও তিনি কাজ করছেন আরও কিছু ছবিতে।এএইচ/পিআর

Advertisement