র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ২০০৪ সালের পর থেকে জঙ্গিবাদ নির্মূলে কোন সফলতা নেই। তাদের ব্যর্থতাই আমাদের সফলতা। এদেশের মানুষ শান্তি প্রিয় মানুষ। এদেশে জঙ্গিবাদের কোন স্থান নেই।মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে রাজধানীর উত্তরায় র্যাব -১ এর প্রশিক্ষণ মাঠে র্যাব সদস্যদের তিন স্তরের প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।এ সময় তিনি অপরাধীদের মোকাবেলায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে র্যাব সদস্যদের পরামর্শ দেন। এর আগে র্যাব সদস্যরা সন্ত্রাস বিরোধী অভিযান, অপহৃতকে উদ্ধার ও বিল্ডিং আরহনের প্রশিক্ষণ গ্রহণ করেন।বেনজীর আহমেদ বলেন, অপরাধ মোকাবেলা ও অপরাধী ধরতে র্যাবের অত্যাধুনিক সরঞ্জামাদি রয়েছে। প্রয়োজনে আরো অত্যাধুনিক সরঞ্জামাদির ব্যবস্থা করা হবে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে র্যাব জনগনের সকল ধরনের নিরাপত্তার নিশ্চিতে কাজ করবে।দেশের নিরাপত্তায় র্যাব সর্বদা প্রস্তুত রয়েছে উল্লেখ্য করে তিনি আরো বলেন, বিভিন্ন প্রতিকূল পরিবেশে র্যাব সদস্যরা যাতে তাদের অভিযান সফল করতে পারে সে চেষ্টা নিয়ে তারা সর্বদা কাজ করে। বর্তমান অপরাধীরা বিভিন্ন ধরণের কৌশল অবলম্বন করছে। তাদের মোকাবেলা করতে র্যাব নিত্য নতুন প্রশিক্ষণ গ্রহণ করছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার তিনস্তরের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান তিনি।র্যাব -১ সূত্রে জানা গেছে, প্রশিক্ষণের মধ্যে রয়েছে রেপলিং, হাউজ ক্লিয়ারিং ও বিল্ডিং ক্লাম্বিং। রেপলিং (সন্ত্রাস বিরোধী অভিযান) প্রশিক্ষণের মাধ্যমে র্যাব সদস্যরা হেলিকপ্টারে করে এসে অপরাধীকে ধরার প্রশিক্ষণ নেন। হাউজ ক্লিয়ারিং (অপহৃতকে উদ্ধার) প্রশিক্ষণের মাধ্যমে র্যাব সদস্যরা অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে ধরার প্রশিক্ষণ গ্রহণ করেন।এছাড়া বিল্ডিং ক্লাম্বিং প্রশিক্ষনের মাধ্যমে র্যাব সদস্যরা বিল্ডিং এর ভেতরে অবস্থান করা অপরাধীকে ধরার প্রশিক্ষণ নেন।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ এর বক্তব্য দানের সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল জিয়াউল আহসান, র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।জেইউ/আরএস/আরআই
Advertisement