জাতীয়

ঢাবি উপাচার্যের সঙ্গে শ্রীলংকান গবেষকের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সাথে সাক্ষাৎ করেছেন শ্রীলংকার তথ্য প্রযুক্তি বিষয়ক গবেষণা ও নীতি নির্ধারণী প্রতিষ্ঠান “লার্ন এশিয়া” এর প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ড. রোহান সামারাজিভা।মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের অফিসে তিনি সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে তারা বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে ব্যবহারযোগ্য উন্নত বৈজ্ঞানিক ও সামাজিক বিজ্ঞান গবেষণার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। এসময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন।তারা বলেন, গবেষণায় প্রাপ্ত প্রকৃত প্রতিনিধিত্বশীল তথ্য ভারত, শ্রীলংকা এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সঠিক পরিকল্পনা গ্রহণে নীতি নির্ধারকদেরকে সহায়তা করতে পারে।ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বাংলাদেশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার জন্য ড. রোহান সামারাজিভাকে ধন্যবাদ জানান। যৌথভাবে একাডেমিক ও গবেষণা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যে বিদ্যমান দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।এমএএস/আরআই

Advertisement