জাতীয়

সাংবাদিক হোসাইন জাকিরের অবস্থা সঙ্কটাপন্ন

ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক হোসাইন জাকিরের অবস্থা সঙ্কটাপন্ন। তিনি রাজধানীর মিরপুরে ডেল্টা মেডিকেল হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।হোসাইন জাকিরের স্ত্রী ফরিদা ইয়াসমিন জানান, দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে সাংবাদিকতা পেশায় কর্মরত জাকির বেশ কয়েক মাস আগে অসুস্থ হন। পরে চিকিৎসকের পরামর্শে বায়োপসি রিপোর্ট করানো হলে মুখে ক্যান্সারের বিষয়টি ধরা পড়ে। তাকে রাজধানীর মিরপুরে ডেল্টা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।এক পর্যায়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়। সেখান থেকে তাকে দেশে ফিরিয়ে আনা হয় মাস দুয়েক আগে। এর পর থেকে তিনি ডেল্টা হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।ফরিদা বলেন, খুব বেশি পান খেতেন। একসময় এর প্রভাবে মুখে দাঁতের মাড়ির একপাশে ক্ষত সৃষ্টি হয়। তাতেই ক্যান্সার ছড়িয়েছে। স্ত্রী এবং কন্যা নিলয় (১৪), ছেলে আকাশ (১১) ও দেড়বছরের শিশুপুত্র স্বপ্নকে  নিয়ে পশ্চিম মনিপুরের একটি ভাড়া বাসায় থাকেন জাকির।হোসাইন জাকির সর্বশেষ কাজ করেছেন প্রকাশিতব্য দৈনিক ‘আজকের পত্রিকা’র প্রধান প্রতিবেদক হিসেবে। এর আগে তিনি দৈনিক  আলোকিত বাংলাদেশের প্রধান প্রতিবেদক ছিলেন ও যুগান্তরের বিশেষ প্রতিনিধি ছিলেন। পেশাজীবনে সাংবাদিকতায় সেরা প্রতিবেদনের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০০৪, ২০০৬, ২০০৭ ও ২০০৯ এবং ২০১১ সালে ইউনিসেফ পুরস্কার পান হোসাইন জাকির।এএইচ/আরআই

Advertisement