খেলাধুলা

বিশ্বকাপের যোগ্যতা অর্জন নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা কোচ

ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা নেই, এটা কল্পনা করা যায়? আসরের অন্যতম ফেবারিট হিসেবেই তারা লড়াই করে। তাছাড়া ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ তো বিশ্বকাপের উত্তেজনা আরো বাড়িয়ে দেয়। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের জন্য চলছে বাছাইপর্বের খেলা। সেই বাছাইপর্বে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এখানে লড়ছে ১০টি দল। দলগুলোর মধ্যে আর্জেন্টিনার অবস্থান ছয়ে। ১০ ম্যাচ শেষে তাদের ঝুলিতে জমা আছে ১৬ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থেকে পঞ্চম স্থানে চিলি। আর সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে ব্রাজিল। আগামী ১০ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচটি আর্জেন্টাইনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তার আগে রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন নিয়ে শঙ্কায় রয়েছেন আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউজা।বিশেষ করে বলিভিয়ার ভুলের কারণে সমস্যায় পড়েছে আর্জেন্টিনা। কাবরেরাকে অবৈধভাবে খেলিয়েছে বলিভিয়া। তাই শাস্তি হিসেবে বলিভিয়ার থেকে ৪ পয়েন্ট কেড়ে নিয়েছে ফিফা। সেই সঙ্গে তাদের ১২ হাজার সুইফ ফ্রাঁ জরিমানাও করা হয়েছে। এছাড়া গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে চিলির সঙ্গে গোলশূন্য ড্র এবং পেরুর বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পাওয়া দুটি ম্যাচে পেরু ও চিলিকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে ফিফা। আর তাতেই আর্জেন্টিনাকে টপকে পাঁচে চলে গেছে চিলি। বাউজার ভাষায়, ‘আমি চিন্তিত এ জন্য যে বিশ্বকাপের যোগ্যতা নিয়ে নিশ্চিত নই। সামনের ম্যাচগুলোতে অবশ্য জিততে হবে। তবে আমার বিশ্বাস, ঘরের মাঠের ম্যাচগুলোতে যদি আমরা জিততে পারি, তাহলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবো। এটাই আমাদের প্রধান লক্ষ্য।’এনইউ/পিআর

Advertisement