বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে কোন বাধা ছাড়াই প্রবেশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় কার্যালয়ের পকেট গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি।গুলশান কার্যালয় সূত্র জানায়, ইইউ প্রতিনিধি দলের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎকে কেন্দ্র করে তিনি কার্যালয়ে প্রবেশ করেছেন। সন্ধ্যা ৬টায় গুলশান কার্যালয়ে ইইউর প্রতিনিধি দলের প্রবেশ করার কথা রয়েছে।এদিকে আজ মঙ্গলবারও খালেদা জিয়ার জন্য আনা খাবার ভেতরে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।তিনি জানিয়েছেন, দুপুর ২টা ৩০ মিনিটে ম্যাডামের জন্য খাবার ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ খাবার ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি।এমএম/আরএস/পিআর
Advertisement