বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচির মধ্যে চলমান হরতালের মেয়াদ আরো ৪৮ ঘণ্টা বৃদ্ধি করায় আগামীকাল বুধবারের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সসিলেটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ঘোষণা দেন।বুধবার এসএসসিতে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ইতিহাস, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় পরিচিতি এবং দাখিলে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।এছাড়া, এসএসসি ভোকেশনালে ধর্ম ও নৈতিক ধর্ম শিক্ষা-২ (সৃজনশীল) (ইসলাম-১২২১, হিন্দু-১২২২, খ্রিস্ট-১২২৩, বৌদ্ধ-১২২৪) ও ধর্ম-২ (ইসলাম-৮২২১) (হিন্দু-৮২২২) (খ্রিস্ট-৮২২৩) (বৌদ্ধ-৮২২৪) (সৃজনশীল) এবং ভোকেশনাল দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ-২ (১৭২৭) (সৃজনশীল) ও কুরআন মাজিদ ও তাজবিদ-২ (৮৪২১) (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ চলমার হরতাল কর্মসূচি বাড়িয়ে আগামী শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ঘোষণা করেন।আরএস
Advertisement