আন্তর্জাতিক

বোকো হারামের ৮৬ সদস্যকে হত্যার দাবি

নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামের ৮৬ সদস্যকে হত্যা ও সংগঠনটির সঙ্গে জড়িত সন্দেহে আরও এক হাজার জনকে আটক করেছে ক্যামেরুন সেনাবাহিনী। ক্যামেরুনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দিদিয়ের বাদজেক স্থানীয় সময় সোমবার জানান, নাইজেরিয়ার সীমান্তের কাছে ওয়াজা অঞ্চলে সংঘর্ষে ক্যামেরুনের পাঁচ সৈন্যও নিহত হয়েছেন।নাইজেরিয়ার সংগঠন বোকো হারাম প্রতিবেশী বিভিন্ন দেশে বিশেষত ক্যামেরুন ও চাদে হামলা চালিয়ে আসছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত সংঘাতে ১৩ হাজারেরও বেশি লোক নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।ক্যামেরুনের এক সেনা কর্মকর্তা জানান, দেশের উত্তরাঞ্চলের মারোয়া শহরে বোকো হারামের সঙ্গে  সংশ্লিষ্টতার অভিযোগে এক হাজারেরও বেশি লোককে আটক করা হয়েছে। গত বছরের আগস্ট থেকে ওই এলাকায় ক্যামেরুনের দুই হাজারেরও বেশি সৈন্য মোতায়েন রয়েছে।সেনাবাহিনীর স্থানীয় কমান্ডার কর্নেল জোসেফ নুমা বলেন, বোকো হারামের সদস্য সন্দেহে এক হাজারেও বেশি লোককে আটক করা হয়েছে। এএইচ/পিআর

Advertisement