ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সাথে সাক্ষাৎ করেছে জার্মানীর আলফ্রেড উইগেনার ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিস্ট ড. মার্কাস রেক্স এর নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি গবেষকদল। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসে গবেষকদল সাক্ষাৎ করে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, ড. মার্সেল ডর্ফ এবং ড. হ্যান্স এস। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম এবং সহযোগী অধ্যাপক ড. মো. আরিফুর রহমান উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জার্মানীর আলফ্রেড উইগেনার ইনস্টিটিউটের মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত যৌথ সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এসময় জলবায়ু পরিবর্তন ও পরিবেশসহ বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া তারা এশিয়া ও ইউরোপের দেশসমূহের মধ্যে গবেষণা নেটওয়ার্ক প্রতিষ্ঠার ওপর জোর দেন।উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস প্রতিনিধিদের অবহিত করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন জার্মান সরকারের সমর্থন ও সহযোগিতার কথাও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। উপাচার্য আশা প্রকাশ করেন দু’দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।এমএএস/পিআর
Advertisement