দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে বিজিবি-বিএসএফ’র বৈঠক

ঠাকুরগাঁওয়ে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার গিরাগাঁও সীমান্তে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এই সীমান্তটি ঠাকুরগাঁওয়ের বিজিবির আওতায়।এসময় উপস্থিত ছিলেন, ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তুষার বিন ইউনুস এবং ভারতের ১৩৯ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী নন্দ রাম।পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী ব্যাটালিয়ন কমান্ডারগণ সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল প্রকার সীমান্ত অপরাধ দমনে পারস্পারিক সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার ব্যাপারে একমত হন। বিজিবির পক্ষ থেকে বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশি নিরস্ত্র নাগরিকের উপর গুলিবর্ষণ না করার জন্য অনুরোধ করা হলে বিএসএফ কমান্ড্যান্ট গুলি বর্ষণ করা হবেনা বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।এমএএস/আরআই

Advertisement