অর্থনীতি

কারণ ছাড়াই বাড়ছে দুলামিয়া কটনের দর

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের দুলামিয়া কটনের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, প্রতিষ্ঠানটির শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।গত ৩ কার্যদিবসে এ কোম্পানির শেয়ার দর ৭ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ৯ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। আর গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৩০ পয়সা থেকে ১০ টাকা ৮০ পয়সা পর্যন্ত। মঙ্গলবার শেয়ারটি সর্বশেষ লেনদেন হচ্ছে ১০ টাকা দরে।উল্লেখ্য, ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি দুলামিয়া কটন ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।এসআই/এআরএস/আরআইপি

Advertisement