বিশ্বকাপের মতো বড় মঞ্চে যে দলের প্রেরণার উৎস যত সুসংহত, সে দলের জয়ের সম্ভাবনা ততই উজ্জ্বল। আফগানিস্তানের প্রেরণা গত বছরের এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে জয়। সেই প্রেরণাকে পুঁজি করে বিশকাপেও বাংলাদেশের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে আফগানরা।এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ওই একটি মাত্র জয় তাদের আত্মবিশ্বাসকে নিয়ে গেছে হিমালয়সম উচ্চতায়। যে উচ্চতায় থাকার কারণেই হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের ম্যাচটি ভুলে গেছে তারা। সেটিই স্বাভাবিক। বিশ্বকাপে খেলতে এসে কেউ নিশ্চয় পুরনো হারের স্মৃতি হাতড়ে বেড়াবে না। আফগানিস্তানও তা করছে না। তারা বরং এশিয়া কাপের জয়ের দৃশ্যটারই পুনর্চিত্রায়নের স্বপ্নে বিভোর হয়ে আছে।সোমবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় আফগান কোচ বলেছেন, প্রথম ম্যাচটি জিতে বিশ্বকাপ মিশন শুরু করতে চাই আমরা। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে বাংলাদেশকে হারানো সম্ভব। তবে কাজটা খুব সহজ হবে না। আমাদের অনেক পরিশ্রম করতে হবে। তাহলেই ধরা দেবে জয়।এমআর/আরআইপি
Advertisement