অর্থনীতি

মিশ্র প্রবণতায় লেনদেন চলছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার উভয় শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। ঊর্ধ্বমূখী প্রবণতায় লেনদেন শুরু হলেও সকাল ১১টায় পর সূচকের নিম্নমূখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স অপরিবর্তিত থেকে চার হাজার ৭৬৮ পয়েন্টে অবস্থান করছে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৬০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৯৮টির দাম বেড়েছে, কমেছে ১১৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে সকাল ১১টা ৪০ মিনিটে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৮ পয়েন্ট কমে ৮ হাজার ৮৪৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৭৫ টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫ কোটি টাকার।এসআই/এআরএস/আরআইপি

Advertisement