খেলাধুলা

এবার মোহামেডানকে রুখতে পারেনি রহমতগঞ্জ

তাহলে কি মোহামেডান সমর্থকরা জায়গা বদল করেছে? না হলে রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচে পশ্চিম গ্যালারিতে দর্শক বেশি কেন? বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করে এমন ধাঁধায় হয়তো পড়েছেন কেউ কেউ। পরক্ষণেই তাদের ভুল ভেঙ্গেছে। যখন পশ্চিম গ্যালারিতে দুলতে দেখেছে রহমতগঞ্জের পতাকা। ক্লাবটির সমর্থনে পুরান ঢাকা থেকে শত শত মানুষ এসে গ্যালারি ভরানোর লড়াইয়ে হারিয়ে দিয়েছে মোহামেডানকে। গ্যালারিতে মোহামেডানের চেয়ে রহমতগঞ্জের সমর্থক বেশি- ঘরোয়া ফুটবলে এটাতো নজিরবিহীন। সমর্থক উপস্থিতির লড়াইয়ে মোহামেডান জিততে না পারলেও মাঠে ঠিকই জিতেছে। রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয় নিয়ে ঘরে ফিরেছে সাদাকালোরা। পিছিয়ে পড়া মোহামেডানকে তিন পয়েন্ট এনে দিয়েছেন দুই বিদেশি ক্যামেরুনের প্যাটট্রিক ও গিনির ইসমাইল বাঙ্গুরা। দলকে সমতায় ফিরিয়েছিলেন প্যাটট্রিক, জিতিয়েছেন ইসমাইল বাঙ্গুরা।প্রথম পর্বে মোহামেডানকে ১-১ গোলে রুখে দিয়েছিল রহমতগঞ্জ। দ্বিতীয় পর্বে আর পারেনি এবারের লিগে চমকের পর চমক দেখানো পুরান ঢাকার দলটি। দ্বিতীয় পর্বটা হার দিয়েই শুরু করলো কামাল বাবুর দল। মোহামেডানের পিঠ দেয়ালে ঠেকেছে আগেই। এখন তাদের সামনে আগানোর বিকল্প নেই। জয় দিয়ে দ্বিতীয় পর্ব শুরু করতে পারায় অনেক স্বস্তির বাতাস মোহামেডান শিবিরে। যদিও ২৮ মিনিটে পিছিয়ে পড়ায় আবার পয়েন্ট হারানোর শঙ্কায় পেয়ে বসেছিল সাদা-কালোদের।রহমতগঞ্জকে ২৮ মিনিটে এগিয়ে দিয়েছিলেন গাম্বিয়ান ফুটবলার দাউদা সিসে। ওমর ফারুক লিঙ্কনের বাড়ানো বল ধরে গোলরক্ষকের পাস দিয়ে প্লেসিংয়ে গোল করে এগিয়ে দেন দলকে। মোহামেডান ম্যাচে ফেরে বিরতিতে যাওয়ার আগেই। ৪০ মিনিটে সজিবের ফ্রিকিক প্রথমে পোস্টে লেগে ফেরত এলে পূনরায় শট নেন তৌহিদুল আলম সবুজ। তার শট ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি রহমতগঞ্জের গোলরক্ষক মাসুম। বলের কাছাকাছি থাকা প্যাটট্রিকে হেডে গোল করে সমতা আনেন। গিনির ইসমাইল বাঙ্গুরার স্কোরিং দক্ষতা দেখে বাফুফে তাকে নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে খেলানোর পরিকল্পনাও করেছিল একবার। কিন্তু সেই বাঙ্গুরাকে এবার খুঁজেই পাওয়া যাচ্ছিল না। এমন কি দলেও অনিয়মিত হয়ে পড়েছিলেন তিনি। অবশেষে ইসমাইল বাঙ্গুরার গোলে দ্বিতীয় জয় পেল মোহামেডান। ডান দিক থেকে সবুজের ক্রসে মাথার সংযোগ ঘটিয়ে মোহামেডান শিবিরে হাসি ফোটান গিনির এ ফরোয়ার্ড।এ জয়ে পয়েন্ট টেবিলে তিন ধাপা উপরে উঠে ৭ নম্বরে মোহামেডান। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরেই আছে রহমতগঞ্জ। আরআই/আইএইচএস/এবিএস

Advertisement